আর ক'দিন ওই ধরনীর তরে?  
চলে যাবে একদিন,
করবে কি গো তার পরে?
তুমি দিয়েছো ফিরে
ফেলেছো সবার ভীড়ে
চেয়েছো কি?  
মুক্তা নাকি হীরে?  
আমি যে ছিলেম না
তুমি চেয়েছো যা
ছিলেম না-মানিক, হেম
তবুও চেয়েছি প্রেম।  
জানি,
ভালোবাসা চাওয়া ছিলো
গুরুতর অপরাধ
নাইবা মিটিলো সাধ
না ভাঙিলো বাধ
সুখের জোয়ারে।  
চেয়েছিলাম,  
নিতে সুভাষ তোমার কেশের
হতে পাখি বেলা শেষের
কি দিলে তুমি?  কিই বা পেলাম?
শুন্য হায়!  পরাণ তোমার শূন্য মরুভূমি
সেথায় সুষ্ক বায় -বড় পষানীয়া তুমি ।