বরাবর,
কাব্যকলার কন্যা(পদ্য)
মনপাড়া, অলসপুর,
তনুনগর, মুণ্ডুবাড়ি।


বিষয়ঃ অলস প্রহরে প্রেম প্রাপ্তির আবেদন।


জনাবা,
সবিনয় নিবেদন
এই যে, আমি
ব্যস্ততার অবসরে,
আপন কল্পনার ঘোরে,
আড্ডা গল্পের আসরে,
কখনো মধ্যরাতে,
কখনো'বা প্রভাতে,
ঘর বাঁধার স্বপ্ন দেখি তোর হাতদুটো ধরে।


যখন সময় অলস একলা,
তখনই কাছে টানিস তুই,
ডাকে মাতা কাব্যকলা।


প্রসঙ্গ
কখনো বর্তমান,
কখনো হয় অতীত।
কখনো হয় ভবিষ্যৎ,
কখনো কাল্পনিক।


বর্তমানের টান খুব বেশী,
ভবিষ্যৎ কিছুটা কম কম।
অতীতের টান রাশিরাশি,
কল্পনাও টানে অবিরাম।


মাঝে মাঝে তুই আমায় স্বপ্ন দেখাস,
মাঝে মাঝে অভিমানে চলে যাস দূরে সরে।
হইতো এটাই তোর ভালোবাসার প্রকাশ,
নইতো পড়ে থাকিস লুকানো কিছু স্বার্থের ঘোরে।


যদি
সত্যিই ধরতে চাস আমার হাত,
তবে দিয়ে দে তোর ষোলকলা।
দিয়ে দে সব কল্পনার রাত,
দিয়ে দে তোর ঐ আবেগের ঝোলা।


পেতে চাই তোর অলস প্রহরের ক্লান্তিগুলা।


আশা করি কোনো একদিন দিবি,
সেই অপেক্ষায় থাকবো।
[যদিও অপেক্ষা মানেই জালা]


সেদিন পরিয়ে দেবো প্রিয় ফুলের মালা,
ডুবিয়ে দেবো অভিমানী তটের ভেলা,
দেবো আরও আদর ভালোবাসা প্রাণঢালা।


অতএব,
এখন ভালোবাসাগুলো না হয় থাকুক যত্নে তোলা।
যতক্ষণ পর্যন্ত না শেষ হয় প্রহর গগনার পালা।


নিবেদক,
প্রেমভিখারী পোলা
উত্তরা, ঢাকা।