মায়ের মুখের শৈশবের ইতিহাস
নির্দিধায় গ্রহণ করাটাই "বিশ্বাস"।


বাবার দেওয়া প্রেরণা ও উচ্ছ্বাস
অনুকরণের প্রয়াসই "বিশ্বাস"।


কার্বনডাইঅক্সাইড ও অম্লজান
আছে সদাসর্বত্র বিদ্যমান।
ত্যাগ করি, গ্রহণ করি, নিই শ্বাস প্রশ্বাস ।
অদেখা এই নির্ভরতাই "বিশ্বাস"।


আধুনিকতার ছোঁয়ায় প্রতিনিয়তই ঘটছে
অজস্র অদৃশ্য শক্তির নব উত্থান এবং নাশ।
যেগুলোর পক্ষে সঠিকতম ব্যাখ্যাটা জুটছে
সেগুলোই পাচ্ছে স্বীকৃতি, এটাই আধুনিক "বিশ্বাস"।


আর ধর্মের দৃষ্টিতে "ঈমান" অর্থ "বিশ্বাস"।


অর্থাৎ,
"স্রষ্টা" এক, অদ্বিতীয়, সর্বজ্ঞানী,
পরম করুণাময়, অসীম দয়ালু,
সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, রক্ষাকর্তা,
রিজিকদাতা, পালনকর্তা, শাসনকর্তা,
জীবনদাতা, মরণদাতা,
পুনরুত্থানকারী,
ক্ষমা করবার মালিক,
ভালোবাসার মালিক,
সমগ্র সৃষ্টিজগতের মালিক,
সর্বত্র তাঁর বসবাস,
সমগ্র সৃষ্টিই তাঁর কৃতদাস।
এগুলো নিঃসন্দেহে নির্দ্বিধায়
মনেপ্রাণে স্বীকার করাটাই হলো
সংক্ষেপে "ঈমান" অথবা "বিশ্বাস"।