দীপক দাদা মানুষ ভালো
লম্বা তাঁর ঐ চুল,
নিজ দায়িত্ব পালন করতে
করেন না কভু ভুল।


স্বপন দাদা টাকার পিতা
অসীম ধৈর্যের বাহক,
সুদীর্ঘ তাঁর হিসেব খাতা
সহস্র তাঁর গ্রাহক।


খোরশেদ ভাই কাজপ্রিয় মানুষ
কাজই তাঁর জীবন,
কাজের ফাঁকে পানের নেশায়
রঙিন তাঁর ভুবন।


শামীম ভাই অনন্য মানুষ
হাস্যজ্জল তাঁর মুখ,
এক আঙুলে যুদ্ধ করেই
দুখের শেষে সুখ।


নীলিমা আপু আপনজন
প্রাণবন্ত তাঁর মন,
কেনাকাটা খাওয়াদাওয়া
নিত্যদিনের স্বপন।


সানজিদা আপু মিষ্টি মা
নিজেই নিজের গতি,
সিক্ত মনে গভীর ধ্যানে
জীবনযুদ্ধের সাথী।


সাদিয়া আপু মেধাবী
পড়ায় থাকেন মেতে,
শান্তিপ্রিয় পরিপাটি
মিশুক সবার সাথে।


রানা ভাই খুব পরিশ্রমী
হার না মানা সেনা,
সেবার দামে সেবা দিয়ে
করেন বেচাকেনা।


মামুন ভাই স্পষ্টভাষী
ন্যায়ের কথা বলেন,
দ্রুতগামী সেবা দিয়ে
বুক ফুলিয়ে চলেন।


তৌকির ভাই অসাধারণ ভাই
ফিটফাট চালচলন,
অল্প কথায় দক্ষ সেবায়
অধিক লাভ ফলন।


আলভি ভাইয়ের শান্ত মেজাজ
ধীরে কথা বলেন,
মনের আনন্দে করেন কাজ
ইচ্ছেমতো চলেন।


সোহেল ভাই আড্ডার প্রাণকেন্দ্র
আড্ডা ভালোবাসেন,
কাজের মাঝে সুযোগ পেলেই
মিটমিটিয়ে হাসেন।


তুলিব ভাই কাজকর্মে তুখোড়
একাই করেন দমন,
খাওয়াদাওয়ার আয়োজনে
অগ্রভাগে গমন।


বাবু ভাই লড়াই পিপাসু
লড়তে পারেন বেশ,
কাজের শেষে ঘুরে বেড়ান
নাটক সিনেমার দেশ।


ইমন ভাই নামাজী মানুষ
বলেন জ্ঞানের কথা,
ভাগ্যের উপর আস্থা রেখে
ঠান্ডা রাখেন মাথা।


মাহাতাব ভাই অস্থির মানুষ
ধৈর্যের সাথে লড়েন,
সকাল সকাল অফিস এসে
দেশের খবর পড়েন।


নাসের ভাই আমার দেশী ভাই
এক বিভাগেই বাড়ি,
কাজ আদায়ে পারদর্শী
দেয় না সে হাল ছাড়ি।


মাঈনুল ভাই অভিজ্ঞ মানুষ
বয়স যায় না ধরা,
ভাগ্যের বিধান মেনে নিয়ে
একাই যুদ্ধ করা।


জাহাঙ্গীর ভাই মজার মানুষ
বিনোদনের দোকান,
আড্ডার শেষে সুযোগ বুঝে
চুপটি করে লুকান।


বিল্লাহ ভাই অমায়িক মানুষ
কথা গল্পে সেরা,
অফিস শেষে দৈনিক রুটিন
রেস্টুরেন্টে ফেরা।