শুরুর গুরু মন
মনের পিতা মাথা।
মাথা দেহের ধন
ধনই মাথার ব্যথা।


হাতের ভুল ধরে হাত
চোখের ধরে চোখ।
পর ভুলে কুপোকাত
আপন ভুলে শোক।


ঠিক ভুল খুঁজতে বেরিয়ে
ভুলের প্রেমে পড়ি।
ঠিক ফাঁদে না জড়িয়ে
ভুলের পাহাড় গড়ি।


স্ব-কৃত সহস্র ভুল
স্ব-স্ব পানে মধু।
ভুলের পিঠে ফোঁটাই ফুল
সাধক মোরা সাধু।


সাধু চক্রের ফলাফল
দেখে দেখিনা কেহ।
নিচু পথে চলাচল
গড়ি আলিশান গৃহ।


ভালোমন্দ যা যা পাই
তা তা-ই কর্মফল।
ফল যদি পাই সততায়
সবল হয় মনোবল।