দুনিয়াটা জোয়ার-ভাটা
নিম্নদিকে আঁচড় কাটা,
স্বার্থমুখে চরণ চাটা
লোভের থাবায় মুণ্ডু ফাটা।


সোজা পথে উলটো হাঁটা
ভদ্রলোকের মুখে ঝাঁটা,
ধর্মকর্মে গতর ঘাঁটা
পীরের বেশে বিদায় টা-টা।


কত কিছু চোখে ভাসে
ভণ্ডরা সব মুচকি হাসে,
শত্রু আসে বন্ধু বেশে
নির্দোষেরাই বেশী ফাঁসে।


বিলাস জীবন সুদে-ঘুষে
দুষ্টু মশায় রক্ত চুষে,
টাকার খাঁচায় বোকা পুষে
মোড়লরা সব ঝেড়ে কাশে।


চোর-ডাকাতে গণ্যমান্য
গুরুশিষ্য মেধাশূন্য,
চতুরের মান হয় না ক্ষুণ্ণ
কাদা মেখেই পরিচ্ছন্ন।


আঁধার-রাতের জগৎ ভিন্ন
ললনারা সুলভ পণ্য,
তনুর দরে উপায় অন্ন
হারাম খানায় জীবন ধন্য।