ভালোগুলো মন্দ লাগে
মন্দগুলো আপন,
আলো ছেড়ে অন্ধলোকে
নিত্য জীবন যাপন।


সকাল দুপুর সন্ধ্যা রাতে
অলস হবার চর্চা,
বুঝ অভাবে নানান খাতে
বেহিসাবে খরচা।


আপনজনদের কথাগুলো
যেন গায়ের কাঁটা,
গুরুজনদের আদেশগুলো
শত্রুপক্ষের ঝাঁটা।


চেষ্টা করেও বারবার ব্যর্থ
দেহ মনকে বোঝাতে,
মানতে নারাজ কোনো শর্ত
জীবনটাকে সাজাতে।


নিজের প্রতি স্বার্থ শূন্য
মায়া জন্মে না আর,
নিজের খেয়াল রাখার জন্য
ইচ্ছেটার খুব দরকার।


সময় মূল্য আজ না বুঝলে
বুঝবো যে আর কবে,
অবাধ্য মন বাধ্য হলে
জীবন সার্থক হবে।