বিলুপ্তপ্রায় এক প্রতিভা
জলি উনার নাম,
পথে পথে ঘুরে ঘুরে
গান গাওয়াই তার কাম।


কর্মস্থল থেকে ফেরার পথে
দেখি পথের ধারে,
মনের আনন্দে গাইছিলেন গান
অসাধারণ সুরে।


দৃশ্য ধারনের আবদার করলাম
নিজের মোবাইল ফোনে,
হাসিমুখেই রাজি হলেন
খুশি করতে গানে।


গানে গানেই ভোলালেন মন
ভারাক্রান্ত বুকে,
অনেকগুলো গান শুনিয়েই
থামলেন অশ্রু চোখে।


গানের ফাঁকেই জীবনের গল্প
শুনালেন যতন করে,
গান গেয়ে টাকা পেলে কিছু
পেটের ভাত জুটে ঘরে।


আমার মতো তারও ছিলো
গান কবিতার মেধা,
ভাগ্যের খেলায় হয়নি পূর্ণ
প্রতিভায় ঘর বাঁধা।


বেদনা ভরা জীবন তার
তবু হাসিখুশি,
রাজধানীতেই জন্মস্থান
উত্তরা নিবাসী।


দোয়া রইলো উনার জন্য
আমার পক্ষ থেকে,
স্রষ্টা যেন করেন রক্ষা
রাখেন দেখে দেখে।