অযথা গীবত করা
কটু কথা বলা
পাড়াপড়শির ভুল ধরা
উল্টো পথে চলা।

এগুলোইতো এ জামানার নিত্য স্বভাব
সাদা মনের মানুষের যে বড্ড অভাব।

ক্ষণিকের জীবনে চলার পথে
কখনো আসে উষ্ণ তাপ
কখনোবা শীতল বাতাস।
তাই জীবনটা গড়ুন নিজের হাতে
কটু কথায় নেবেন না চাপ
হবেন না কখনো হতাশ।

জীবনে বাধা আসবেইতো শতশত
তাই বলে কি করতে হবে মাথা নত?

ভুলেও হবেন না আশাহত
কি...? কথাটা মনে থাকবে তো?

মনে থাকলেতো খুব খুব খুবই ভালো
নইতো ভবিষ্যৎ কিন্তু আঁধার কালো।