ভালোটাকে হালাল জানি
মন্দটাকে হারাম,
তবু ভালোই বেজার থাকি
মন্দ পেলেই আরাম।


হালাল মেনে চললে পরেও
হই যে মোরা দোষী,
হারাম পথে সঙ্গ দিয়েই
থাকি হাসিখুশি।


হারামেরে হালাল ভেবে
নিজকে দেই যে ধোঁকা,
হালালেরে বর্জন করে
সাজি বোকাবোকা।


হারাম থেকে বাঁচতে আছে
খোদার বিধিবিধান,
তবু মোরা হালাল ছেড়ে
হারাম করি প্রধান।


হারামে গড়ি ধনসম্পদ
করি দানখয়রাত,
লোক সমাজে নাম কামিয়ে
ছড়াই পাপের জাত।


খোদার দেওয়া বিধান মানতে
লাগে বড়োই কষ্ট,
তাইতো মোরা বারেবারে
হয়ে যায় পথভ্রষ্ট।


পারি যদি করতে তওবা
হারাম কর্ম ছাড়তে,
হালাল উপায় দেবে ধরা
উত্তম জীবন গড়তে।