★★★
আপনি যদি চারিত্রিকভাবে সফল হতে চান,
অসৎ পথকে ছেড়ে দিয়ে সততার পথে যান।

আপনি যদি চাকরি কিংবা ব্যাবসায় সফল হতে চান,
আত্নবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যান।

আপনি যদি মানুষ হিসেবে সফল হতে চান,
হিংসা বিবাদ ভুলে শুধু ভালোবাসা ছড়ান।

আপনি যদি ব্যক্তি হিসেবে সফল হতে চান
ছোটদের স্নেহ করুন, বড়োদের করুন সম্মান।

আপনি যদি জ্ঞান আহরণে সফল হতে চান,
অজানাকে আড়াল করে করবেন না জানার ভান।

আপনি যদি প্রযুক্তিবিদ্যায় সফল হতে চান,
অনলাইন কিংবা পত্রিকায়  খোলা রাখুন চোখ কান।

আপনি যদি মানসিকভাবে সফল হতে চান,
ব্যর্থতাকে শিক্ষক ভেবে আপন ভুলকে শুধরান।

আপনি যদি স্বাস্থ্যগতভাবে সফল হতে চান,
ক্ষতিকর পণ্য বাদ দিয়ে পুষ্টিকর পণ্য খান।

আপনি যদি বিবেকের কাছে সফল হতে চান,
নিজের বদ অভ্যাসগুলোকে চিরতরে তাড়ান।

আপনি যদি নিজ আত্নার কাছে সফল হতে চান,
নিজ সামর্থ অনুযায়ী গরীবদের করুন দান।

আপনি যদি পিতামাতার কাছে সফল হতে চান,
করবেন না কভু হেলা যতদিন দেহে রবে প্রাণ।

আপনি যদি হাশরের ময়দানে সফল হতে চান,
নিয়মিত প্রার্থনায় স্রষ্টার পানে অশ্রু ঝরান।
★★★