শোনো মানুষ জাগাও হুঁশ
থেকো নাকো অবুঝ,
ছেড়ে দাও ভুলপথ-সুদ-ঘুষ
জীবন গড়ো সবুজ।


সুযোগ তোমার অনুকূল বলে
করো যদি ক্ষতি,
সুযোগ তোমার ফুরিয়ে গেলে
পাবে না আর গতি।


যতই ছড়াও মিথ্যা গুজব
যতই সাজো ভালো,
হঠাৎ যেদিন আসবে গজব
ধরবে ঘিরে কালো।


সময় থাকতে যদি না শুধরাও
থাকো ভুলে মশগুল,
সময়মতো হবে পাকড়াও
দিতে হবে মাশুল।


এই দুনিয়ার ক্ষণিক মায়ায়
থাকো যদি লোভী,
শাস্তি পাবে পর জামানায়
কষ্ট হবে খুবই।


ভালো কর্ম করে যদি
এ জীবন করো পার,
হবে না কেউ তোমার বাদি
পাবে দোয়া সবার।