"ছোট আবেগ" বুঝতে শেখায়
বড়োগুলো একটু অবুঝ।
ভদ্ররা বেশি ভাব দেখায়
আর বোকাদের রঙ হয় সবুজ।


"সরল আবেগ" থাকে পাশে
হিংসুটেরা বাঁধে সংসার।
ধনীদের দল ভালোবাসে
আর গরীবেরা রয় বেকার।


"যুবক আবেগ" স্বপ্ন বুনে
বুড়োরা করে অভিনয়।
উগ্রগুলো পিছু টানে
আর বুদ্ধিমানদের হয় বিজয়।