অনেক কিছুই বলার থাকে
কিন্তু বলা হয় না,
কেউ না কারো কথা রাখে
ধৈর্য কারো সয় না।


অনেক কিছুই করার থাকে
কিন্তু করা হয় না,
লোক সমাজের আঁকেবাঁকে
লোভ লালসার গয়না।


অনেক কিছুই জেতার থাকে
কিন্তু জেতা হয় না,
টাকায় জিতে লাখো লোকে
আসলে তা জয় না।


কিছু মানুষ এমন থাকে
মনের কথা কয় না,
আপন স্বার্থে কাছে ডাকে
স্বার্থ শেষে রয় না।


মনের মতো বন্ধু পেলে
দূর হয়ে যায় ভীতি,
বন্ধু মানুষ শত্রু হলে
ঘটে গোপন ক্ষতি।


উত্তম জীবন পেতে হলে
হতে হবে ত্যাগী,
নিজের কর্মের ফলন পেলে
কেউ হবে না ভাগী।