সুখ সুখ সুখ করে রে মন
সুখ যে কোথায় পাই।
শোক ছায়ায় কাটে জীবন
দুখের সীমা নাই।


কাজেকর্মে বসে না মন
লাগেনা কিছু ভালো।
চোখ হাতের নেশা মুঠোফোন
মেলেনা আশার আলো।


হেলায় হেলায় যায় যে দিন
আসেনা ঐ সুদিন।
হালকা সুখে তাধিনধিন
খুশিতে বুক চিনচিন।


কতজন কত কি করে
চেয়ে চেয়ে দেখি।
বারেবারে চেষ্টার পরে
ধীরেধীরে শিখি।


মাঝেমাঝে ইচ্ছে জাগে
ভালো কিছু করার।
ছুটে গিয়ে অগ্রভাগে
শীর্ষ আসন ধরার।


দিনের শেষে পথের কাঁটা
নিজের বুদ্ধি বিবেক।
ইচ্ছের বুকে জোয়ারভাঁটা
চুপসে যায় আবেগ।