সফল যদি হতে চাও
সুমানুষ হও আগে।
মানুষ মানুষে এক হও
স্বপ্ন দেখো জেগে।


মানুষ হতে চাও?


মানুষ যদি হতে চাও
নিজের প্রতি যত্ন নাও
পিতামাতার বাধ্য হও
সময় মূল্য বুঝে নাও
স্রষ্টার তরে হাত বাড়াও
আলোর পথের শপথ নাও
ন্যায়পথে ধৈর্যশীল হও।


তবেই হতে পারবে মানুষ
অর্জিত হবে উত্তম হুশ।


মনে রেখো আমার কথা
আর গেঁথে রেখো হৃদয়ে।
সকল রাগ অহংকার বিসর্জন দিয়ে
ক্ষমা ও ত্যাগই মানুষ হবার পন্থা।


সফল হতে চাও?


সফল যদি হতে চাও
নিজের বন্ধু নিজে হও
নিজের হাতেই হাত মেলাও
নিজেই নিজের কামলা হও
নিজেই নিজের যোগ্য হও
নিজের কাছে সত্য কও
বিবেকের কাছে সৎ হও।


তবেই হতে পারবে সফল
হবেনা কখনো বিফল।


মনে রেখো আমার কথা
আর গেঁথে রেখো হৃদয়ে।
সততা ও যোগ্যতার বিনিময়ে
সকল অর্জনই উত্তম সফলতা।