আমি এক নাম না জানা
ফুটপাতের রাজকন্যা,
আমায় কেউ বাসে ভালো
কেউবা করে ঘিন্না।


আমার বাবা-মা রাজা-রাণী
ফুটপাতেতেই প্রাসাদ,
আমরা দিবা খায় দিবা আনি
ফুটপাতেই কাটাই রাত।


ভাঙা আসনেই অতিথি বসাই
হেসেখেলে চলি,
ভেঙে পড়ি না প্রতিকূল দশায়
নিয়তির দোষ বলি।


মাঝেমাঝে ভিক্ষুক সাজি
ক্ষুধার ফাঁদে পড়ে,
কেউ কয় মন্দ কেউ কয় পাজি
কেউবা আদর করে।


ফুটপাতেতেই সীমাবদ্ধ
আমার এই পৃথিবী,
রাতে দেখি তারা-চন্দ্র
দিনের বেলায় রবি।


খোলা স্থানেই করি বাস,
ভূমিকম্প ভয় পাই না।
কারণ,
আমি যে এক ফুটপাতের রাজকন্যা।


[বিঃ দ্রঃ কবিতাটি প্রকাশের কিছু সময় আগেই
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ।
উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিঃমিঃ গভীরে
বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়।]