সকল সমস্যার সমাধানের প্রতীক হাসি,
আমরা সবাই হাসতে ভালোবাসি।


কিছু হাসির মাঝে থাকে সুখ ছড়ানো,
কিছু হাসির মাঝে থাকে দুঃখ লুকানো।


জীবনের যে কোনো পরিস্থিতিতে,
হাসিই একমাত্র সাহস ও শক্তির যোগানদাতা।


হাসিই পারে সকল বাধা অতিক্রম করতে,
হাসিই পারে নির্ভয়ে সামনে এগিয়ে যেতে।


হাসিই পারে অবজ্ঞা, অবহেলা ও কটুকথা উপেক্ষা করতে,
হাসিই পারে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে।


হাসিই পারে দুঃখ-কষ্ট-বেদনা নিমিষেই ভোলাতে,
হাসিই পারে পরম শত্রুর সাথেও বন্ধু বানাতে।


হাসিই পারে অন্ধকার সরিয়ে আলো জ্বালাতে,
হাসিই পারে কঠিন রোগ থেকেও মুক্তি দিতে।


হাসিই পারে সাবলীলভাবে জীবন চালাতে,
একমাত্র হাসিই পারে সকল মান-অভিমান-রাগ মুহুর্তেই গলাতে।