খোলা জানালার পাশে
একা একা নিরবে
ছিলাম উদাস চিত্তে বসে।
    
নানান দুশ্চিন্তার রেশে
আপন ভবিষ্যৎ ভেবে
কল্পনায় যাচ্ছিলাম মিশে।


ঠিক এমন সময়
অচেনা একজনা মেয়ে এসে
ডাকলো মুচকি হেসে।


মনে জাগলো ভয়
তবু দিলাম সাড়া অবশেষে
বসতেও দিলাম পাশে।


মেয়েটি ছিল দেখতে অপরূপ
আর বলছিলো খোলামেলা কথন।
অন্যদিকে আমিও আংশিক চুপ
অনেকটা প্রাক্তন প্রেমিকের মতন।


মুখ ফুটে পারলামনা বলতে কিছু
তাই রেখেছিলাম মাথাটা নিচু।


হঠাৎ দেখি মেয়েটির এক হাত আমার কাঁধে
আবার চিম্‌টিও কাটলো দুষ্টু মিষ্টি সাধে।  


নিরুপায় চোখে অবাক হয়ে
থাকলাম মেয়েটির পানে চেয়ে।


এভাবেই চুপিচুপি হয়ে গেলো চোখে চোখে আলাপন
নিমিষেই যেন শুন্য বুকে স্নিগ্ধ ভালোবাসার প্রলেপন।


ভাবলাম
এই বুঝি হলো পূর্ণ বহুদিনের সাধনা।


কিন্তু
এবারও যে ঘুচলোনা সেই অপ্রাপ্তির বেদনা।


জীবনটা রয়েই গেলো অগোছালো।  


কারণ
এই মুহুর্তগুলোর সবটাই যে ছিলো,
ঘুমন্ত লগনে নিঝুম রাত্রির এক ছলনাময়ী স্বপন।