লেখাপড়ায় আগ্রহের অভাবে,
পারিনি যে হতে মেধাবী।
মিশ্র আন্তরিকতার অভাবে,
হয়নি তেমন বন্ধু-বান্ধবী।


পরিমিত চেতনার অভাবে,
পারিনি যে হতে বিপ্লবী।
উদার মানবিকতার অভাবে,
পারিনি হতে সমাজসেবী।


সঠিক পরিকল্পনার অভাবে,
হয়েছি বেহিসেবি।
প্রকৃত ধর্মজ্ঞানের অভাবে,
রয়ে গেছি গরবী।


বদলে গেছে সমাজ,
বদলায়নি যে পৃথিবী।
বদলেছে ভূমির সাজ,  
বদলায়নি চন্দ্র রবি।


বদলে গেছে যে অভাব,
বদলায়নি স্বার্থের দাবি।
বদলেছে আচার স্বভাব,
বদলায়নি মানব মানবী।