প্রকৃতির মন নেই যে ভালো
বিলাসীদের আয়েশে।
সূয্যিমামাও ছুড়ছে আলো
ইচ্ছেমতো কষে।


যাদের আছে এয়ারকন্ডিশন
তারা যে আছে বেশ।
আমজনতাদের কষ্ট ভীষণ
গরমের তোপে শেষ।


এদিকে করোনাও ছাড়ছে না
জাতির পিছু
ছুটছে কচ্ছপের গতিতে।
আবার জ্ঞান বিজ্ঞানও পারছে না
করতে কিছু
করোনার ক্ষত ঘুচিতে।


অন্যদিকে দু'দিন থেকে শোনা যাচ্ছে
আমফান আসছে ধেয়ে।
উপকূলীয় জেলায় লালবার্তা বাজছে
দুর্যোগ আভাস পেয়ে।


প্রকৃতি এখন বেজায় ক্ষিপ্ত
আজ অশান্ত কাল চুপ।
মানুষের কাছে হয়নি রপ্ত
প্রকৃতির ভয়াল রূপ।


তবুও মন সাহস দেখাচ্ছে
মাহে রমজানের ছোঁয়ায়।
স্রষ্টার তরে প্রার্থনা করছে
ভরসা স্রষ্টার দয়ায়।