আমরা নামে মুসলমান
ধার্মিকতা নেই,
নামাজের কথা শুনলে পরে
কাজের দোহাই দেই।


আমরা নামে মুসলমান
বিপথগামী হই,
জ্ঞানের বাণী শুনলে পরে
মুখ ফিরিয়ে লই।


আমরা নামে মুসলমান
হারাম জিনিস খাই,
লাভক্ষতি জেনেশুনেও
ক্ষতির পানে যাই।


আমরা নামে মুসলমান
নিয়ম ভঙ্গ করি,
অন্তরে পাপ লালন করে
ভালোর মুখোশ পরি।


আমরা নামে মুসলমান
গুণে স্বার্থপর,
হিংসা রাগের ফাঁদে পড়ে
ভাঙি সুখের ঘর।


আমরা নামে মুসলমান
শুনি না ধর্মের মানা,
ক্ষমতার জোরে যখন খুশি
দুর্বলেরে দেই হানা।


আমরা নামে মুসলমান
ইসলামের দুশমন,
ধার্মিকদের ছোট করতে
ব্যস্ত সারাক্ষণ।


আমরা নামে মুসলমান
লোভে বিভোর থাকি,
বিপদাপদ আসলে পরে
আল্লাহ আল্লাহ ডাকি।