শোনো মোর প্রিয়া,
মনোযোগ দিয়া।


তোমার জন্য কাঁদে এই হিয়া,
তাই তোমারেই করতে চাই বিয়া।


তুমি যদি হও আমার,
এই আমি হবো তোমার।


চাকরি ছাড়বো,
ঢাকা ছাড়বো,
ফিরে যাবো প্রাণপ্রিয় চিরসবুজ গ্রামে।
দুজনে দুজনার হাত ধরবো,
নিজেদের মতো সংসার করবো,
পশুপাখির খামার গড়বো তোমারই নামে।


এই আমি পালবো গরু-ছাগল,
সকাল-সকাল উঠে কাটবো ঘাস।
তুমি করবে ঘরের কাজ সকল,
পাশাপাশি পালবে মুরগী-হাঁস।


ইচ্ছে হলেই নাচবো গাইবো
বধু সাজবে তুমি,
দুচোখ ভরে তোমায় চাইবো
বরের বেশে আমি।


ঘুরতে যাবো মাসে মাসে
যে যা বলুক লোকে,
সুখেদুখে রইবো পাশে
আগলে রাখবো বুকে।