অসুখ বিসুখ পুষে দেহে
জীবন করছি পার,
আমার মতোই অনেক জীবন
রোগের কারাগার।

সুস্থ থাকলে মনের মাঝে
রঙিন স্বপ্ন জাগে,
সুস্থ দেহে রোগে ধরলে
স্বপ্নেরা সব ভাগে।

ছোটো থেকে বড়ো হই
হরেক রোগের সাথে,
ওষুধ খেয়ে সুস্থ রই
দিনে কিংবা রাতে।

রোগবালাইয়ের বিপরীতে
আছে নানান কারণ,
জেনে শুনেও কাছে টানি
রোগের কোলে মরণ।

সময়ের কাজ হয় না করা
সঠিক সময় মতন,
বিশৃঙ্খল জীবনযাপনে
সুস্থ ধারার পতন।

সুস্থতা স্রষ্টার শ্রেষ্ঠ দান
অসুখে যায় বোঝা,
অসুখ শেষে সুস্থ হলেই
অকৃতজ্ঞ সাজা।

সুস্থ থাকতে শুনি না মোরা
কোনো শাসন বারণ,
রোগে শোকে ধাওয়া করলে
স্রষ্টায় করি স্মরণ।

সুস্থ সকল নিয়মনীতি
যদি মানতাম মোরা,
অসুখ বিসুখ থাকতো দূরে
স্বাস্থ্য পেতাম সেরা।