চাই না তোমাকে স্বর্গে পেতে
চাই এই মাটির পৃথিবীতে নক্ষত্রের আগুন ভরা রাতে
আধখানা চাঁদ হাসবে আকাশের গায়ে
আর বাকী আধখানা চাঁদ তুমি হাসবে আমার ঘরে;
তখন স্বর্গ সে লোটাবে আমার পায়ে।


জাগবো তোমার সাথে তন্দ্রা হারা রাতে,
ভালোবাসার মিছিলে
মুখরিত স্লোগানে কাঁপবে তোমার হৃদয়
তখন একাকী নীরবে মাতাল চোখে দেখব তোমাকে
বলব কথা হৃদয়ের কানে কানে ।


যে কথা শুনতে বড় সাধ ছিল
সে কথা স্নিগ্ধ নয়ন তুলে
যাদু মাখা কণ্ঠে শোনাবে বারেবারে।
স্বপ্নের চিলেকোঠার জানালার খুলে
দেখব আধখানা চাঁদ আকাশে
আর বাকী আধখানা চাঁদ তুমি আমার ঘরে।