আমার এক হাতে এখন ইংল্যান্ডের ভিসা
আর হাতে মুঠো বন্দি স্বপ্ন ।
বাংলাদেশ যেন এক বৃহৎ কারাগার
মুক্তি মেলেনা কিছুতেই,এখানে জন্ম এক অভিশাপ।
বহু সাধনার পর পেয়েছি আমি এখান থেকে মুক্তির সনদ।


আমার এই খুশির দিনে দেখুক হতভাগী দেশ
মুক্তির সনদ আমার হাতে বাতাসে কাঁপছে।
মেয়ের বাবারা এখন আমার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষায়।
আর কোনদিন খাওয়ার চিন্তায় ভেবে ভেবে
রাত ভোর হবে না।
টাকা বাঁচাতে মুড়ির টিনের মতো লোকাল গাড়িতে
জীবনের ঝুঁকি নিয়ে আর ঝুলতে হবে না।
অবজ্ঞার চোখে ঠোঁট উল্টিয়ে আর কেউ বলবে না
এত লেখাপড়া শিখে কি করেছ তুমি?
কিছু বলতে এলে
ইশারায় আঙ্গুল তুলে দেখিয়ে দেব এই ভিসা।


পৃথিবীর সুন্দর রূপ আমি দেখেছি টিভির পর্দায়
এবার দেখব নিজের চোখে;
বাংলার এই নোংরা মুখ আর দেখতে হবে না কোনদিন !
বাংলাদেশ! আর কোনদিন আসব না তোমাকে ভালোবেসে
তোমার রচিত এই কারাগারে।


তবুও যাবার বেলায় বুক ভাঙে কেন গোপন ব্যথায়?
দু'চোখে শ্রাবণের ধারা বাঁধ মানে না।
তবে কি এই দেশ তোমাকে ভালবেসেছিলাম !  হয়তোবা।
জীবনের প্রয়োজনে তোমাকে ঠেলে দিলাম অনেক দূরে
আর কাছে ডেকো না কোনদিন,
যতদিন বেঁচে থাকব হৃদয়ে আলো হয়ে রইবে তুমি।
আজ আমার মুক্তির দিনে তোমাকে বিদায় বাংলাদেশ!