আমাদের দু’জনার সেই আবেগী প্রেম এখন আর নেই!
অর্থের সাধনায় সঁপে দিয়েছি
আমরা আমাদের ব্যক্তিগত জিরো আওয়ার।
সময় কোথায় চাঁদনি রাতে দু’জন মুখোমুখি বসার
রজনীগন্ধা কিংবা গোলাপ হাতে পরস্পরের কাছে আসার।


আমরা একদিন ঝাউ বনের নিচে, কফি শপে
পার্কের বেঞ্চে মুগ্ধ চোখে কাটিয়েছিলাম বেলা
ক্যারিয়ারের চাপে সেইসব সময় কখন যেন ফুরিয়েছে
ভুলে গেছি সেইসব দিনের কথা
যে জীবন ছিল একান্ত তোমার আমার!
অর্থের ডাক এসে বলে গেল এ সময় না তোমার না আমার।


ভালোবাসার প্রতিমা বিসর্জন দিয়ে
আমরা চলছি ক্রমাগত অন্ধকার গভীর গুহায়
দারিদ্র্যের জ্বালা ছেড়ে আমরা পেয়েছি
অতৃপ্ত চোখে ঝলসে যাওয়া লালসার ঝড়
বিলিয়ার্ড খেলায়, ক্লাবঘরে, পার্টিতে, জলসাঘরে
তৃপ্তি খুঁজি গদ বাধা পথে ছন্দহীন প্রাণহীন কবিতার মতো।


তুমি থাক তোমার কাজে আমি থাকি আমাকে নিয়ে
সংসারের ঝামেলা আর আমরা কেউ পোহায় না
তবুও মাঝে মধ্যে প্রণয়ের ঝড় আসে
না, হয়তো প্রণয় নয়; তোমার আমার অভ্যাসের সম্পর্ক
হৃদয় থেকে খোলস খুলে পড়ে
তোমাকে বলার মতো অজস্র কথা জিবের ডগায় চলে আসে
কিছুই বলা হয় না;
ব্যস্ত সময়ের ইশারায় অন্য কথা মনে পড়ে যায়
ক্লান্ত দেহে হঠাৎ হঠাৎ বৃষ্টি দেখে  
গাড়ির জানালা খুলে তার ছোঁয়া নিয়ে তৃপ্ত হই
এইভাবেই চলছে জীবন তোমার আমার!