আমরা দু’জন দু’জনকে বন্দী করে খাঁচায় ভরেছি
রক্তাক্ত হৃদয়ে পরস্পরকে পাহারা দিই
দু’জন দুজনের জীবনে ছড়িয়ে দিচ্ছি নীল বিষ
দু’জন দুটো লোহার বস্তা বুকে চেপে
রাতের গভীরে অন্ধকারের ভেতরে তাকায়।
পরস্পরের দোষ খুঁজতে নিরন্তর প্রচেষ্টা করি
অন্ধকারে ভাঙা রেকর্ড বেজে চলে ঘুম আসে না
কে কার কাছ থেকে কি পেয়েছি; আর কি দিয়েছি; এইসব।


সম্পর্কের মেঘ না কেটে অন্ধকারে কুৎসার ঝড় ওঠে
কলসিতে অমৃত আছে এই ভেবে
লোভে আমরা হাত বাড়িয়েছিলাম পরস্পরের দিকে
আমরাও একদিন থামের আড়ালে, গাছের তলায়
পার্কের কোনে দু’জন ঘন হয়ে বসেছিলাম
আর এখন প্রত্যাশার চাপে পুড়ছে আমাদের মন
দু’জন দুজনার পোড়া মন খুঁড়ে খুঁড়ে তুলছি কয়লার মতো।


প্রেম শেষ হয়ে গেলেও শরীরে আকাঙ্ক্ষা রয়ে গেছে
মাঝে মাঝে এক ছাতার তলায় দু’জনে বৃষ্টিতে ভিজি
কে কাকে ভালবাসতাম সেই স্মৃতি নিয়ে ভিজতে থাকি।
রাতের অন্ধকারে আমাদের দুজনের মাঝখানে
পাশাপাশি শুয়ে বড় হয় বিভেদের কেউটে সাপ
দংশন যন্ত্রণায় বাড়ছে অবিশ্বাস
আমাদের ভালোবাসা এখন দুর্গন্ধ ছড়ায়।
মাংসের কারাগারে আবদ্ধ দাম্পত্য জীবন
বন্ধনের সোনালী শিকল সংসারের গভীরে
তৈরি করেছে দগদগে ক্ষত;
আমরা দু’জন বন্দী রক্তাক্ত হৃদয়ে পরস্পরকে পাহারা দিই।