আমরা দু’জনে পাশাপাশি হেঁটেছি রাস্তার কিনার ধরে
কতদিন কেটেছে আমাদের শুধু ভুল স্বপ্ন নিয়ে
একা সারাটা রাত জেগে কাটিয়ে দিয়েছি জানালার পাশে বসে
তোমার অপেক্ষায় অপেক্ষায় দিন চলে গেছে
এখনো সেই জানালার পাশে বসে জেগে থাকি ঘুমেরই অপেক্ষায়।


করুণ মোমের মতো জীবন জ্বলে জ্বলে শেষ হয়
তোমাকে দেখেছিলাম জীবনের মাত্র দু’তিনটা বছর
বহু পথ হাঁটি; আজো তোমাকে দেখি পথের শেষ সীমানায়
আজ কতদূরে তুমি আর আমি কত দুরে!
আমার সাথে অনেক দূরে যাবে তুমি বলেছিলে
অথচ তোমার বুকের গভীরে অন্য স্বপ্ন নিয়ে ফিরে গেছ
তবুও মাঝখানে ভালবাসা ছিল
হতে পারে ভুল ভালবাসা; তবুও ভালবাসা তো!


সেই ভালোবাসার আগুন জ্বলে এখন আমার চোখের পাতায়
ঘুম আসে না
হয়তো এই গভীর রাতে অন্য কারো সাথে তুমি জেগে আছো
অন্ধকারে তুমি তার মুখোমুখি।
যে জীবন পেলে কেমন সে জীবন? কষ্টকর? নাকি একা?
চারদিকে শুধু শুনি ভালবাসার কথা
ভালবাসা! ভালবাসা! আর ভালবাসা।
তবুও তো একদিন ভালবাসা শেষ হয়
প্রেমিকেরা স্বামী হয় তারপরও কি প্রেমিক থাকে?
জানি না! আর জানতেও চাই না।
আমাদের সাক্ষাত হয়েছিল এক রাক্ষসী বেলায়
সেদিন তুমি এসে সম্মুখে দাঁড়িয়েছিলে
এখন তোমার প্রেমের সমাধি আমার ভালবাসার জঞ্জালে ভরা
আমার চোখে এখন আর তোমার স্বপ্নের আঁচল ওড়ে না
প্রথম প্রেমের সহস্র অনিবার্য স্রোত এখনে এসে থেমে গেছে।