আমরা এখন এদেশে বেঁচে আছি গভীর হতাশা বুকে নিয়ে
আশার স্নায়ুতন্ত্রীগুলো বীণার তারের মতো ছিঁড়ে যায়
মানুষের মুখে মুখে বেদনার বেহালা বাজে
অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি আমাদের হৃদয়কে বিদীর্ণ করে।


অবক্ষয়ের স্রোতে মূল্যবোধের প্রাচীর ধ্বসে পড়ে
জাতির বিবেক শিক্ষক পয়সার লোভে নিজেকে বিকিয়ে দিয়েছে
ডাক্তার রোগীর পকেটের সার্জারিতে ব্যস্ত
আমলারা রাজনীতিবিদদের সামনে তেলের শিশি হাতে নতজানু
রাজনীতিবিদরা বক্তৃতার মঞ্চে দেশের উন্নয়নে মাইক ফাটায়
আর অন্তরালে! বিভিন্ন প্রজেক্টে নিজেদের উন্নয়নের জোয়ার আনে।


আজ সবকিছু একাকার
কেউ আর তার নিজস্ব মর্যাদার জায়গায় নেই!
ব্যক্তিগত স্বার্থ সবার উপরে
দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়।
দেশ ও জাতির উত্থানকে
কেউ আর নিজেদের কল্যাণ বলে ভাবে না।
দেশের স্বার্থকে পায়ে মাড়িয়ে অদ্ভুত আঁধারের ভেতর
কেবল নিজের কথাই ভাবি
কোথাও ন্যায়নীতি নেই, আদর্শ নেই, চক্ষুলজ্জা নেই
আছে কেবল ব্যক্তিগত চাওয়া
ব্যক্তি স্বার্থের বর্বর আগ্রাসনের নিচে জাতি আজ বিবস্ত্র।


হঠাৎ করেই আমাদের কাছে এসেছে অবিশ্বাস্য সুযোগ
সুযোগের বিপুল স্রোত সভ্যতার পাহাড় থেকে নেমে আসছে।
আমরা ছিলাম শত শত বছরের অনাহারক্লিষ্ট বঞ্চিত জাতি
আমরা ভালো কিছুর স্বাদ কখনও পাইনি
এখন পৃথিবীর ঐশ্বর্য ভাণ্ডার হাতের নাগালের মধ্যে এসে দাঁড়িয়েছে
তাহলে আর হাত গুটিয়ে বসে থাকা কেন?
যেকোনো মূল্যেই হোক আজ সব পেতে হবে
পৃথিবীর সম্পদ লুণ্ঠনের আশায় আমরা সবাই উম্মাদ
আমরা একসাথে ঝাঁপিয়ে পড়েছি পাকের মধ্যে
এখন সময় মূল্যবোধের নয়, এখন সময় নিজেকে প্রতিষ্ঠিত করার
এখন সময় সম্পদ জড়ো করার, এখন সময় বিলাসিতার
এখন সময় হৃদয়কে শান্ত করার
সব সাধ মিটে গেলে আমরা আবার মূল্যবোধ শিখে নেব
অবক্ষয়ের ধ্বংস স্তূপ সরিয়ে আমরা আবার উঠে দাঁড়াব।