বন্ধ চোখে অস্ত্র হাতে তুমি কোথায় যাও মুজাহিদ?
আফগানস্থান,ইরাক,মিশর,লিবিয়া,সুদান,চেচনিয়া
পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে
অন্ধ আবেগে ইসলামের লুটানো পতাকা উড়াতে
কায়েমি স্বার্থের আগুন ঢালা উত্তপ্ত পথে আরও রক্ত ঝরাতে
তুমি কোথায় ছুটে চলো মাতালের মতো একাকী!


চোখ খোল,কান পেতে শোন
তোমার পায়ের কাছে কবর থেকে উঠে আসে
হাজারো নারীর কান্না
তারা আকুতি জানায় উঠুক এই জনপদে নিষ্ঠুর প্রলয়
যন্ত্রণা-বিদ্ধ চোখে তারা থেকেছে কেবল তোমারই প্রতীক্ষায়
অথচ তুমি কিছুই দেখনি
তোমার সামনে নাচে পাপ
অবাধে চলে দস্যু; ছিনিয়ে নেয় সৌন্দর্য আর ভালোবাসা।


এখানে যারা আজো মানুষের কথা বলে
তাদের রক্তে ভেজা মাটির গন্ধ
তোমার নাকে আসে নাকি মুজাহিদ?
শাসকের বিকৃত হুংকারে মানবতা কাঁপে
পুণ্য-পথের নিষ্পাপ যাত্রীদের কে দেয় সুরক্ষা!
আজ শঙ্কিত জাতির দুর্বল মেরুদণ্ডে
চরম আঘাত হেনেছে কিছু সুযোগ সন্ধানী কাপুরুষ।
ক্ষতবিক্ষত বিচার ব্যবস্থায়
প্রতিটা মানুষের বুকে ওঠে অভিশাপের তুফান
অশুভ আত্মারা নিয়ে আসে গাঢ় অন্ধকার
ঈমানের নক্ষত্র খসে পড়ে আদর্শের সূর্যটা নিভে আসে
এইসব ছেড়ে কোথায় পালাও তুমি!
এই কাণ্ডারির হাল ধরতে চোখ বন্ধ কেন তোমার?


বর্বর নিষ্ঠুরতায়
আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আজ দলিত পুষ্প
পৃথিবীর কণ্ঠে শোনা যায় ইসলামের সোনালী কাহিনী
অথচ চাবুক খেয়ে অন্যায়ের জোয়াল টেনে টেনে
কাটছে আমাদের দিন
মিথ্যা প্রতিশ্রুতি শুনে শুনে পড়ছে চোখের জল
হৃদয়ের স্ফুলিঙ্গ নিভে যায় অবিশ্বাসের বৃষ্টিতে
সাহসের প্রান্তসীমায় বাজে ভয়ের ডুগডুগির বাজনা
শিরায় শিরায় প্রবাহিত ক্রোধের ফুটন্ত লাভা
অলি-গলি ভরে ওঠে রক্তের কালো দাগে।
মুজাহিদ শুধু আকাশ দেখ না, চারিপাশেও দেখ
আমাদের লুট হয়ে যাওয়া বিবেক জাগানোর দায়িত্ব নেও
ব্যথিত আত্মা আর্তনাদ করে সত্যের কাছে আসতে
এসব ছেড়ে তুমি অস্ত্র হাতে কোথায় যাবে?


তুমি মানবতার কাছে এসে সবাইকে চমকে দাও
যাদের আকাশে অন্যায় অবিচারের কালো মেঘ
সামনে অসীম কুয়াশায় ঘেরা দিন
নীল চক্রান্তে উত্তাল সমুদ্রে ক্রমে ডোবে আশার তরী
যাত্রীরা দিন গোনে নিরাশার ছবি এঁকে
সেখানে অস্ত্র হাতে তুমি তাদের পাশে দাঁড়াও।


তোমার ভুলে আমাদের বুকে লাগে ব্যথার সেল
তুমি চলেছ কোথায়? কোন সীমাহীন দূরে?
তোমার সীমানায় ঘরে ঘরে ওঠে মজলুমের আহাজারি
ঘরে ঘরে ওঠে চাপা ক্রন্দনধ্বনি, শুনতে কি পাও?
নাকি এসব বাতাসের হাহাকার? একটু চেয়ে দেখ মুজাহিদ!
বন্ধ চোখে অস্ত্র হাতে তুমি কোথায় যাও?
তোমার পায়ের কাছে কবর থেকে ওঠে আসে
হাজারো মজলুমের বেদনার চিৎকার!
তুমি তাদের পাশে এসে দাঁড়াও।