এতদিনে তুমি ছিলে শুধু শোভাময়ী
তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় যুবকেরা সাধনায় মগ্ন ছিল
তাদের এলোমেলো স্বপ্নগুলো অপূর্ণ রেখে
হঠাৎ একদিন নিলামের ডাকে তোমাকে পেলাম
তুমি লাজুক হেসে আমার কাছে এসেছিলে
তোমার ঐ চোখের দিকে চেয়ে বুকের মধ্যে ঝড় উঠেছিল।


তারপর সকালের কুমারী সন্ধ্যায় বেনারসি পরে
এসেছ আমার ঘরে
মায়াবী ঐ চোখে ছিল না কাজল, ছিল শুধু জল।
আমি শুধু জানি, তুমি সব সীমারেখা পার করে
এসেছ আমার কাছে তোমার কল্যাণ দ্বীপ জ্বালাতে
না পাওয়া বুকের তৃষ্ণা মিটাতে
তখন জৌলুসে ভরা রাঙা স্বপ্নগুলো উঠেছিল নেচে।


স্বপ্নের আবেগে গভীর নীরবতা ভেঙ্গে
দুজনার দুটি দীর্ঘশ্বাস পড়েছিল একসাথে
জীবনে সেই তখন প্রেম হয়েছিল বুঝি !! হয়তোবা।
সেই প্রেমকে তোমার মাঝে আমি এখনও খুঁজি !


যখন জীবনের ব্যস্ততা তোমাকে ছেড়ে
আমাকে অনেক দূরে নিয়ে যায়
শরীরের ক্লান্তিতে বিছানায় ঢলে পড়ি
মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়; সেই প্রেম আমাকে জাগিয়ে দেয়।