অভাবের নির্মম আঘাতে নরম ভালবাসার পিঠে
কর্কশ প্রতিধ্বনির ঝংকার ওঠে।
স্বপ্নের মৃত্যু ঘটাতে হতাশা স্পর্ধা পায়।


অভাবের আগমনে নিভে যায় স্বর্গের বাতি
অন্ধকারে শয়তান এসে চুপিচুপি হাত ধরে ডাকে।
সে ডাকে মন নাচে সর্বনাশার তালে;
অশান্ত জীবন আনন্দ খুঁজে ফেরে ধ্বংসের গভীরে।
আশার আলো মরীচিকার মতো মিলিয়ে যায়।


জীবন সংসারে অশান্তির আগুন ধিকিধিকি জ্বলে
শয়তান পরম মমতায় মাথায় হাত বুলিয়ে বলে
ভয় কি তোমার,হাতে রাখো হাত
চল, নরকের গভীরে বসে স্বর্গকে ডেকে আনি।


সেই হাতের পরশ পেয়ে মনে পুলক জাগে
অসম্ভবের স্বপ্ন মাথা ঠেলে ওঠে
স্বপ্ন সত্য হওয়ার আশায় দিগ্বিদিক ছুটে চলে অশান্ত জীবন
যখন ক্লান্ত হয়,শোনা যায় সেই আহ্বান
চল,নরকের গভীরে বসে স্বর্গ ডেকে আনি।


অভাব পরাজয়ের পতাকা নিয়ে মিছিলের আগে চলে
মিছিলের স্লোগানে রক্তে শীতল ঢেউ ওঠে
মাথা নীচু হয়ে যায়, বিষের জ্বরে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয় জীবন
তবুও ইতিহাস খুলে দেখ,
অভাবের আগুন যাদেরকে পুড়িয়েছিল একদিন
তারা এনেছিল এ পৃথিবীতে শান্তি, এনেছিল কল্যাণ।