হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে বসে থেকে থেকে
জীবনের চল্লিশটি বসন্ত কেটে গিয়েছে
অবাধ্য স্বপ্নগুলোকে বুকের মধ্যে লালন করেছি
দাঁতে দাঁত চেপে সহ্য করেছি স্বপ্ন ধ্বসে পড়ার জ্বালা
বুকে বেদনা নিয়ে একাকী পথ চলেছি
শরীর থেকে রক্ত নিংড়ে নিয়েছে সুবিধাভোগীরা
আমি মুক্তির জন্য বদ্ধ খাঁচায় পাখির মতো ডানা ঝাপটিয়েছি।


এখন তো তোমরা আমার জয়গান করবেই
তোমরা তো দেখনি অভাবের তীব্রতায় স্বপ্ন ক্ষয়ে যাওয়া।
তোমরা দেখনি আগামীকালের দু:চিন্তায় নির্ঘুম রাত পার করা
তোমরা দেখেছ শুধু আমার জৌলুসে ভরা রঙিন জীবন!


আমার কাছে আছে এখন অর্থ-ভাণ্ডারের অমৃত সুধা
মধুর টানে তোমরা মৌমাছির মতো তো আসবেই।
কত হিম সন্ধ্যাবেলা, বৃষ্টি ভেজা রাত, জোছনা ভরা আকাশ
জলসা ঘরের বর্ণালী আলোক সজ্জা, হাই বিটের মিউজিক
আমার কাছে একঘেয়ে ঠেকেছে, চোখের কোনে তীব্র জ্বালা ধরেছে
খালি পকেটে কতই আর স্বপ্ন দেখা যায়!
মাত্র দু-চারটি টাকা বাঁচানের পথ আবিষ্কারের খোঁজে
ব্যর্থ চেষ্টায় আকাশ-পাতাল এক করেছি।


তোমরা এখন আমার জন্য স্তুতি বাক্যের কবিতা রচনা কর!
বিজয় মাল্য কে আগে পরাবে তা নিয়ে তোমাদের মাঝে সংঘর্ষ হয়।
অথচ একদিন নিজের মনের সাথে বিবেকের সাথে
সংঘর্ষ করতে করতে আহত হয়েছি, ভাঙ্গা মনে যন্ত্রণা বয়ে বেড়িয়েছি
অথচ এখন আমার সাথে বন্ধুত্ব করার জন্য
মিডিয়ার ভিড়, ব্যাংকগুলোর লম্বা লাইন
কয়টাকেই বা ফিরিয়ে দেব আমি!
আগে যেসব মানুষদের দুর থেকে দেখতাম তারার মতো
তারা এখন আমার হাতের স্পর্শ পেলে ধন্য হয়ে যায়
এখন যে আমার হাতে আছে বিত্তের ম্যাজিক মশাল!!