চলো হারিয়ে যাই লোকালয় থেকে দুরে
হয়তো কোন এক নদীর ধারে
অথবা যেখানে পাহাড় আছে ঘিরে
উদাসী হাওয়ায় উড়ে যাওয়া মেঘ থেকে
এক মুঠো রোদ্দুর তোমাকে দেব মেখে।
চিলের কান্নার স্বরে তোমার ক্লান্তি দেব মুছিয়ে
কোমরে আড়ম্বরহীন শাড়ীর আঁচল পেঁচিয়ে
এক টুকরো বাঁকা পথের সীমানায় চুল খুলে
প্রজাপতি হয়ে তুমি ছুটে যাবে পথ ভূলে
তখন তুমি আমাকে ছায়ার মতো খুঁজে পাবে চোখে মেলে।


চলো হারিয়ে যাই অনেক দুরের বুনো অরণ্যে
ভয়ে কাঁপানো এক ফালি সবুজের প্রান্তসীমা যেখানে
ঝোপঝাড়ের পাশ দিয়ে শান্ত নদী বয়ে গেছে সেখানে
হাঁসের পালকের মতো সাদা ডানায় জল ছুঁয়ে
আমরা সেই নদীতে ভেসে বেড়াব
সমস্ত বনভূমির আড়ষ্টতা
তোমার হাসির ফোয়ারায় আমি সরিয়ে দেব।


চলো হারিয়ে যাই ঝিঝি পোকায় মুখরিত রাতের মিছিলে
যেখানে মৃদু বাতাসে জোনাকি পোকার বৈঠক দলে দলে
বুনো ফুলের সৌরভ ছিটানো জঙ্গলে চলো হেঁটে বেড়াই
চল নির্জনে রাত ডাকা পাখির ডাক শুনে আমরা চমকায়
জোছনা নেভানো গাছের ছায়ায় দাঁড়িয়ে
চল ভালোবাসার বীজ বুনি লোকালয় ছাড়িয়ে।
কেরোসিনের কুপি জ্বালিয়ে চল বনে বনে হেঁটে বেড়ায়
ব্যম্ততা নিয়ে বিরাহীন ছুটে চলা, চল আমরা দু পায়ে মাড়ায়।