মানুষের কোলাহলে পাখির কুজন হারিয়ে গেছে
ইটের খাঁচায় বন্দী মানুষ রাস্তায় বসে মুক্তির স্বপ্ন আঁকে
সারি সারি দালান বড় বড় বিল্ডিং বড় বড় স্বপ্ন
স্নেহ ভালবাসার বাণিজ্যকরণে মানুষের দাম স্ট্যাটাসে
স্ট্যাটাসের লড়াইয়ে মত্ত শহরবাসী রুদ্ধ বিবেকের দ্বার।


অগণিত দেওয়ালের ভিড়ে কংক্রিটের খাঁচায় স্বপ্নের বাসর,
মাঝে মানুষ বড় একা।
এখানে বদ্ধ দেওয়াল প্রসব করে সংকীর্ণ মন
মূল্যবোধ বিকিয়ে শেখায় শুধু নিজের জন্য বাঁচা
অন্তরে হীনতা নীচতা মুখে সুন্দর হাসি।


আকাশে বাতাসে উড়ছে টাকা,চারদিকে ব্যস্ত মানুষ
সবাই ছুটছে টাকার পিছে পিছে ভাগ্যের সন্ধানে
অবসর নেই, ক্লান্ত শরীর, ক্লান্ত মন; তবুও ছুটতে হবে।


কেউ কেউ দামী গাড়ী হেঁকে চলে
দামী খাবার,দামী পোশাক,দামী আসবাবপত্র
যেন তারা এই পৃথিবীতে রচনা করেছে
সুখের এক স্বর্গ।
তবুও তাদের গভীর শূন্যতা এসে বুকে বাসা বাঁধে।
তখন নিয়ন আলোয়
শয়তান এসে তাদের পরম মমতায় বুকে জড়িয়ে ধরে।


বাড়ছে মানুষ বাড়ছে শহর কমছে জীবনের দাম
কাঁপছে মানবতা কাঁদছে ছন্নছাড়া মানুষের দল
আশার আলো হারায় হতাশার মিছিলে
রাতের কোলে বেদনা লুকিয়ে আবার জেগে ওঠে
ঢাকা শহর।