নগ্ন তরবারী হাতে খুনিরা দৌড়ে আসে
তখনও কিছু মানুষ তাদের রুখে দাঁড়িয়েছিল
তখনও ভয় না পাওয়া কিছু মানুষ রাস্তায় নেমেছিল
তখনও মানুষের ভয়ে অবশ দর্শক হওয়ার দিন আসেনি
তখনও জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচাতে
অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে ভয় পায়নি অজস্র তরুণ।


তারপর একদিন আমাদের দিন এলো
উন্নয়নের জোয়ার সবকিছু ভাসিয়ে নিয়ে গেল
আমরা পেলাম সভ্যতা, হারিয়ে গেল আমাদের বোধশক্তি
প্রকাশ্য দিবালোকে মানুষ মানুষকে হত্যা করে
চাপাতির কোপ অনায়াসে নেমে আসে শরীরে
হাতুড়ি পিটিয়ে কোমর ভাঙা হয়
মানুষ জড় পদার্থের মতো দাঁড়িয়ে থাকে।
অস্ত্র হাতে যারা টাঙিয়ে রাখে ক্ষমতার বিজ্ঞাপন
তাদের দেখলেই মানুষ বুঝে যায় তারা কার লোক
এখন আর রক্ত দেখলে রক্ত গরম হয়ে ওঠে না
চেতনা অবশ হয়ে যায়।
আমাদের চেতনার পতাকা
এখন কতিপয় চেতনাধারীদের পকেটে বন্দী।


দুর্বৃত্ত ক্ষমতার নগ্ন বিজ্ঞাপনে আমরা অবশ দর্শক
আমার দাঁড়িয়ে দেখছি কোটি কোটি টাকার লুটপাট
আমার দাঁড়িয়ে দেখছি ধ্বংস হয়ে যাওয়া নদী নালা বন জঙ্গল
আমার দাঁড়িয়ে দেখছি
চুরি হয়ে যাওয়া আমাদের প্রতিবাদের ভাষা
আমার দাঁড়িয়ে দেখছি
নষ্ট হয়ে যাওয়া সমাজ, চরিত্র, মানবজমিন।
আমরা ক্রমে হয়ে পড়ছি খাঁচায় পুরা মুরগি
চিৎকার নেই, চেচামেচি নেই, ছোটাছুটি নেই
ঝিঁমিয়ে ঝিঁমিয়ে দিন কাটায় জবাই হওয়ার প্রতিক্ষা নিয়ে
আমরা মানুষের ভিড়ে সবাই একা, বিচ্ছিন্ন
সবকিছু থেকে বিচ্ছিন্ন
একটা রাখাল যেভাবে ভেড়ার পালকে নিয়ন্ত্রিত করে
সেভাবে আমাদের নিয়ন্ত্রণ করে মাস্তান, সন্ত্রাসী, ক্যাডার, নেতা
এইসব দেখে দেখে আমরা নীরব হয়ে যাই
হাত গুটিয়ে থাকি, ফেসবুকে প্রতিবাদের ঝড় তুলি
তাদের বিরুদ্ধে আমাদের হাত নায়কের মতো শক্ত হয়ে ওঠে না
আমাদের দু হাত ওঠে কেবল প্রার্থনার জন্য
এই অবস্থায় সমাজ জনতা বলতে কিছু নেই
চোখে অশ্রু, বুকে দীর্ঘশ্বাস, মুখে উন্নয়েনর স্লোগান।
এই জনপদে এক একটি মৃত্যু আমাদের দেখিয়ে দেয়
আমরা কোন অবস্থায় বেঁচে আছি।