অবাধ্য স্বপ্নের সীমানায় রক্তের ভেতর অসহ্য যন্ত্রণা
শুধু একটা নারীর মুখ ভেসে ওঠে
হৃদয়ে গোপনে বুনে দেয় পাগলামির বাঁকা কিছু ইশারা
ঐ মুখের আলো ছড়িয়ে থাকে চোখের পাতায়
নিরন্তর তার ছায়া এসে পড়ে ঘুমিয়ে থাকা চোখে।


অন্ধকার মাঝরাতে একটা নারীর মুখ ভেসে ওঠে
ধান ক্ষেতের সোনালী মাঠে সে ভেসে ওঠে
সবুজ প্রান্তরে তার হাসির আওয়াজ পাওয়া যায়
চৈত্রের দুপরে ছন্দময় প্রাণ নিয়ে ছুটে আসে কাছে
পূর্ণিমার আলোয় ছায়া এসে পড়ে, আবার হারিয়ে যায়
অসীম আকাশে মেঘের মধ্যে তার সাঁওতালী নৃত্য দেখি।


হৃদয়ে বিচিত্র জৌলুসে সেই নারীর মুখ উত্তেজনা আনে
মনে হয় এই বুঝি মেলে দেখা
কোকিলের কণ্ঠঝরা মধুর স্বপ্ন এসে বিষণ্ণ মনে ধাক্কা দেয়
আমি অসহ্য যন্ত্রণায় শুধু তাকে খুঁজি
নরম লতার মতো দেহে তারার মতো চোখে কেবল থাকে তার ইশারা
মনে হয় এ আমার সত্য ভালোবাসা!
শুধু একটি নারীর মুখ ভেসে ওঠে
হয়তো ভিত কপোতের মতো সংকুচিত প্রেম দ্বিধা ভরে ফোটে।