ফুলে ফুলে রঙের বারুদ জ্বালিয়ে দিয়ে
মনের বাগানে
একটি মাত্র গোলাপ ফুটে আছো সে তুমি,
এখন শীতার্ত বনের বুকে বইছে বসন্তের হাওয়া।


রাতের গভীরে
ঝিরিঝিরি বাতাসে মাতাল করা গন্ধ ভেসে আসে,
যেন সন্ধ্যা বেলায় হাসনাহেনা ফোটে
তোমায় পেতে গন্ধ তারা ঢালে,
এক তীব্রতা টেনে নিতে চাই শুধু তোমার কাছে।


পথহারা নিবিড় বনে পিপাসার্ত প্রাণের কাছে
তুমি ঝর্ণার এক আঁজলা জলের মতো।
খাঁ খাঁ রোদের নির্জন দুপরে তুমি গাছের শীতল ছায়া
জোছনা রাতে একা পথের দুর্লভ একমাত্র সঙ্গী;
তুমি এক সুমধুর স্বপন,
অমাবস্যা রাতে হঠাৎ উঠা ঘূর্ণি ঝড়ে
টালমাটাল নৌকার ভিতর থেকে আকুল হয়ে দেখা
দূরের আলো জ্বালা জাহাজের মতো তুমি।