তোমার কালো পটল চেরা চোখ
যে দিন ঘোলাটে হয়ে যাবে
মোমের মতো সুন্দর মসৃণ ত্বক
যে দিন ডুমুর পাতার মতো খসখসে হয়ে যাবে
বাদুড়ের পাখনার মতো ঝুলে পড়বে চামড়া
তখনও আমি তোমাকেই ভালবাসব।


আমি আর তুমি বয়সের ভারে নুয়ে পড়ব
তবুও আমরা সেইসব রাতের মতো অবিচল।
সাধারণ কথায় কথায়
আমাদের অসাধারণ রাত কেটে যাবে
নির্ঘুম রাত তবুও ক্লান্তিহীনভাবে জেগে থাকব।


পরিচিত সবার চোখ ফাঁকি দিয়ে
সমস্ত বিধি নিষেধ অমান্য করে
আমরা যেমন প্রথম হেঁটেছিলাম পার্কের রাস্তায়
তেমনি করে আমরা হেঁটে বেড়াব
সকালে বিকালে প্রকাশ্যে খোলা প্রান্তরে
ডাক্তারের পরামর্শ মেনে স্টপ-ওয়াচ হাতে ধরে।


জীবনের শেষ প্রান্তে এসে তুমি আর দু:খ করবে না
আমাদেরও একদিন সময় ছিল ভালোবাসার; কাছে থাকার
সেই দিন এখনো আছে ভালো থাকার; ভালোবাসার।
সেই দিন এখনো আছে
জীবনের কষ্টগুলো, আনন্দগুলো ভাগ করে নেওয়ার।
ভালোবাসা দিয়ে পরস্পরকে আগলে রাখার
সেই দিন এখনো আছে
হাসি কান্নার দিন এখনো আছে।