জীবিকার টানে তোমাকে দুরে ঠেলে
আমি পড়ে থাকি একা
শুধু ভাবি আমি তোমার কাছে যাব
ঘুমের ঘোরে শুনতে পাই তোমার চুরির রিনিঝিনি শব্দ
আমি কান পেতে থাকি
তোমার নগ্ন পায়ের নূপুরের ধ্বনি শুনে চমকে উঠি।
ঘুম থেকে উঠে বসি
তোমার গায়ের গন্ধ যেন বাতাসে ভাসে।
মাথা তোমার ছাপা শাড়ির আঁচলে ঢাকা
মিষ্টি একটা কণ্ঠের প্রতিধ্বনি ফিরে ফিরে আসে
স্তব্ধ হয়ে বসে থাকি
শুধু ভাবি আমি তোমার কাছে যাব।


তুমি পাশে নেই অথচ আমি বেঁচে আছি
আমার নিশ্বাস বহে ধীরে
তুমি ছাড়া আমার এ কি রকম বেঁচে থাকা?
কত সকাল,কত দুপুর,কত রাত
একাকী বিষণ্ণ কারাগারে কেটে যায় তোমার কথা ভেবে।
তোমার ভালোবাসার আশ্রয়ে আমার হৃদয়ে মুক্তি মেলে
অথচ আজ তুমি নেই।
জীবিকার টানে আমি বন্দী এক আসামি
জীবনের বসন্ত দিনে প্রাপ্তির মুকুল ঝরে যায়
আমি শুধু ভাবি,আমি তোমার কাছে যাব।