জীবন মানে সুখের আশায় পথ চেয়ে বসে থাকা
সত্যকে লুকিয়ে
মিথ্যার চাদরে মুখ ঢেকে অভিনয় করে চলা
বিবর্ণ এই পৃথিবী তবুও রঙিন স্বপ্ন দেখা
কেউ কারো নয় অথচ নিবিড় করে পাওয়ার আকাঙ্ক্ষা।


ব্যর্থতায় বিধ্বস্ত মন,অসীম শূন্যতা বুকে
ভীরু কণ্ঠে মৃত্যুকে ডেকে ফেরা,তবুও দুরাশা
ধরা নাহি দিতে চাওয়া।
তাহলে জীবন তুমি কি?
পৃথিবীর কারাগারে আবদ্ধ থেকে জানলাম
জীবন তুমি কিছুই না
শুধু দীর্ঘশ্বাস বুকে নিয়ে ক্ষণকালের এক বিরক্তিকর ভ্রমণ।