কেন ভালোবাসি তোমায়? জানি না
বোধ হয় যৌবনের ঋণ তোমার কাছে
তোমার রূপে মুগ্ধ নই
তবুও হাসনাহেনা ফোটে হৃদয়ের গোপন কোণে
ও চোখ পটলচেরা মায়াবী হরিণীর নয়
ঐ আঁখিতে নেই বিদ্যুতের ঝলসানো চমক
কালো চুলে মেঘেরা এসে ঢেউ খেলে না
ঐ ঠৌঁট মেলে ধরে না গোলাপের পাপড়ি
ঐ হৃদয় শুধু একান্ত সহজে মেলে ধরে ভালবাসার গোলাপ।


যখন কাছে আসি আমি হারিয়ে ফেলি ভালোবাসা
চোখের আড়ালে গেলে মনে জাগে কিসের তৃষ্ণা?
আঁধার ঢাকা পৃথিবীতে সূর্যের মতো তোমাকে খুঁজি
এ লুকোচুরি খেলা হৃদয়ের, ছলনার, প্রণয়ের
আবেশের শিহরণে কম্পন ওঠে প্রাণে
এনেছে অন্তর প্রণয়ের সৌরভ; নীরব অক্ষরের বিন্যাস।


হয়তো এ ভালোবাসা হৃদয়ের নিছক এক খেলা
সেই প্রশ্নে আমিও নিত্যদিন থাকি বিদ্ধ
উড়াই প্রণয়ের ফানুস
ঘুমের ঘরে দেখি মায়াবিনী যাদুর খেলা
তৃষ্ণাতুর চোখে থাকি দিনরাত্রি, তৃপ্তিহীন কাটে সময়
মেঘের তরঙ্গ কেটে কেটে ভেসে যায় দুরে বলাকা
আমি সেখানে দেখি মুগ্ধতায় তোমার মুখের আলপনা।