পৃথবীতে যাকিছু আছে সবচেয়ে সুন্দর ক্ষমতা
প্রিয়ার রূপের চেয়ে বেশি সুন্দর সে;
এই রূপ যে একবার দেখেছে ভুলতে পারে না কিছুতেই।
ক্ষমতার লোভ কৃষ্ণ গহব্বরের মতো টেনে নিতে চাই সবকিছু।
জীবনের দামে যে আলোর রেখা ফুটে ওঠে
ক্ষমতার সীমানায় এসে অন্ধকারের গহব্বরে তলিয়ে যায়।


ঝড়ের হাওয়ার চেয়ে আরো শক্তি নিয়ে
পাহাড়ের চূড়ায় বসে ক্ষমতা
পৃথিবীতে এনেছে ডেকে অশান্ত সাগরকে
এই সাগরের ঝড় চোখে মুখে তোলে বিদ্যুতের ফণা
উল্লাসের মতো।


প্রেমিকের হৃদয়ের আকাঙ্খার মতো অতি গোপনে
ক্ষমতার লোভ ওঠে জেগে
মনের ব্যথার মতো শরীরের শিরায় শিরায় আলোড়ন তোলে!
ক্ষমতার চির যৌবন রূপ দেখে
বৃদ্ধের হৃদয়ও কাঁপে প্রেমের আবেগে উচ্ছ্বাসে
সেও চাই বুকে জড়িয়ে ধরে রাখতে চিরকালের মতো।