এই দুর দেশে তুমি ছাড়া আমি পড়ে আছি একা
কতদিন দেখিনি তোমাকে
প্রতি রাতে আকাশের আয়নায় দেখি তোমার মুখ
তুমি কাছে থেকে ছড়িয়েছিলে সোহাগের ফেনা।
দুরে থাক নিয়ে আমার প্রাণের সমস্ত উচ্ছলতা
রহস্য ঘেরা অগাধ স্তব্ধতা আমাকে পোড়ায়।


আমার দু’চোখে শুধু তোমার ছবি ভাসে
মিষ্টি সুরেলা কণ্ঠ হৃদয়ের দেওয়ালে ধ্বনি প্রতিধ্বনি হয়
তুমি ফিরে ফিরে আসো; আমার ঘুম আসে না
তোমার চোখের আলো পড়ে আমার ঘুম কেবলই ভেঙ্গে যায়।
পাখির পালকের মতো নরম স্বপ্নগুলি
সমস্ত রাতের অন্ধকারে ভেঙে ছুটে বেড়ায়
ভীষণ একা লাগে
আমাদের লাল-নীল সংসার সাজাতে
এতটা পথ ফেলে এসেছি; তোমাকে ছেড়ে এসেছি।


সংসারের আবর্জনা ঠেলে দুরন্ত আবেগ বুকে জ্বেলে
নিভৃত হৃদয়ে তুমি চেয়েছিলে খানিক শুভ অবসর
কুমারী মেয়ের মতো ছিল তোমার সে প্রত্যাশা।
তোমার অনিবার্য ব্যস্ততা
আমি দুর থেকে নি:শব্দে দেখে যেতাম
দেখতে ভালবাসতাম!
এখানে মাঝেমাঝে সমুদ্রের তরঙ্গগুলির ব্যস্ততা দেখতে যাই
তোমার কাছে সে কিছু নয়।
মাথার মধ্যে এক মাদকতা ছড়ায়, শুধুই তোমাকে দেখার।
আমাদের লাল-নীল সংসার সাজাতে
এই দুর দেশে তুমি ছাড়া আমি পড়ে আছি একা
এ মন শুধু কাঁদে; কতদিন দেখিনি তোমায়।