কতবার ভেবেছি আজই তোমাকে বলব
আমার ভালোবাসার কথা
হৃদয়ের ক্লান্তি বুকের মধ্যে দুমড়ে ওঠে
কাছে গেলে ঠোঁট দু’টো শুধু নড়ে ওঠে
অবরুদ্ধ গলার স্বরে বিস্ময়ে বিমূঢ় আমি
এ কার গলার শব্দ শুনি! ফিরে আসি।
কিছুই বলা হয় না, দিনে দিনে প্রস্তুতি চলে।
অকুণ্ঠ পিপাসায় নিমজ্জিত হৃদয়ে
আবেগের লাগামহীন ঘোড়া দৌড়ে চলে।


যখন আকাশে একটি একটি তারা ফোটে
তখন আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি
যখন তারাগুলো আরও  উজ্জ্বল হয়ে ওঠে
ঝিকমিক করে
সেখানে তারা নয়, আমি দেখি তোমার মুখ।


যখন মধ্যাহ্নের আকাশ কাঁপানো ঝড়ে
দৃষ্টি ঝাপসা হয়ে আসে
তখন চোখের জলে খুঁজি তোমার হাত
মনে হয় ঐ হাতের স্পর্শ ছাড়া এ জীবন বৃথা
কেন এ বেঁচে থাকা?
মনে হয় সব নক্ষত্রের উদয়, উজ্জ্বলতা, জ্বলে উঠা
সব তোমার জন্যই
গোমড়া বৃষ্টিও তেরছা তাকায় সব তোমার জন্য।
তাই মনে মনে এগিয়ে যায় আজ তোমাকে বলবই বলব
আমার ভালোবাসার কথা।