আমার চারপাশে ছড়িয়ে রেখেছ হাসি
তোমার মায়াবী দৃষ্টির আকর্ষণে তাই কাছে আসি
তোমার জন্য হয়ে যায় আমি দুঃসাহসী
তোমার চুল থেকে যেন ফুলের ঘ্রাণ এসে লাগে নাকে
ফেনার মতো রক্ত দুলে ওঠে হৃদয়ের বাঁকে
যখন তোমার মুখ পানে চেয়ে থাকি
তখন তোমার ঐ মুখে যেন গ্রীক দেবীর ছায়া এসে পড়ে।


তুমি আমাকে ভালোবাস কি ভালোবাসো না
সে কথা না হয় থাক
আমি তোমায় ভালোবেসে হয়েছি প্রেমিক
সে কথা যেন এ পৃথিবীতে বলুক লোকে।


এ পৃথিবীতে টাকা আর সম্পদে মানুষ দামী
এইসব সত্যকে স্বীকার করে
মেয়েমানুষরা পুরুষের জীবনে ভালবাসতে আসে
তখন তাদেরও হৃদয়ে প্রেম আসে, শরীরে পিপাসা বাড়ে।
তুমিও হয়তো বা তাদেরই মতো একজন
তবু শিশুর মতো তোমার কাছে জানিয়েছিলাম দাবি
চলো, ‘কোন এক জলের ধারে অথবা ঝাউ বনের কাছে
হলুদ পাড়ের শাড়ির আঁচল ছড়িয়ে
উদাসী হাওয়ায় বসি দু’জনে ঘাসের উপর’!
তখন আমি শূন্য দৃষ্টিতে তাকাব না তোমার চোখে
চেয়ে রব গোপন গভীর বিস্ময়ে; পাব নতুন জীবন।