জন্মে আমি কেঁদেছিলাম তোমরা হেসেছিলে
আমার মুষ্টিবদ্ধ হাতে ছিল শপথের অঙ্গিকার
তোমাদের জন্য আরও কাঁদব আমি; ক্ষতি নেই তাতে!
তোমাদের ক্রন্দনে বুকে পাথর বাঁধতে আসিনি
অত্যাচারী শাসকের বুকে কালো পতাকা উড়াতে এসেছি
তাদের লম্বা কালো হাত ভেঙ্গে ফেলব!
তাদের মুখ দিয়ে বিষাক্ত রক্তের ধারা বইয়ে দেব!!
আমি ক্লান্ত নই
আমি বিশ্রাম নিতে আসিনি, পৃথিবীকে কাঁপিয়ে দিতে এসেছি।


আমি এসেছি স্বপ্ন দেখাতে, এসেছি লড়াই করতে
এসেছি আশাহীনদের নেতৃত্ব দিতে
মীরজাফরদের সাথে আপস করতে আসিনি।
আমি ইতিহাস পড়তে আসিনি, ইতিহাস সৃষ্টি করতে এসেছি
ন্যায়ের ইতিহাস, জীবনের ইতিহাস, সংগ্রামের ইতিহাস
মৃত্যুকে ভয় করতে জন্মাইনি আমি, জন্মেছি জয় করতে।
নিপীড়িত মানুষের আর্তনাদ, হিংস্র শাসকের দিনলিপি
এখন ইতিহাসের বাতিল পাতা।


অনিয়ম, বিশৃঙ্খলা, ঘুষ, চুরি, খুন, ছিনতাই দেখে দেখে
জীবনের ক্লান্তি যখন তোমাদের ঘিরে ধরেছে
তখন মুক্তি এনে দিতে তোমরা যাকে খুঁজেছ
সে এই আমি।
গভীর দু:স্বপ্নের রাতে যাকে ব্যাকুল হয়ে খুঁজেছ
সে এই আমি।
জন্মেছি এক সাধারণ ঘরে
মরে গিয়ে রইব আমি সাধারণ মানুষের ভিড়ে
তোমাদের মাঝে এ আমার একমাত্র অঙ্গীকার।