এইতো আমাদের সময়
মিথ্যার হাটে আমরা সততার ফেরি করি
ঠিকঠাক দামের জন্য অক্লেশে নুয়ে পড়ি।


সততার বীজ রোপণ করে পরিবার
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিকশিত হয়
রাষ্ট্র লালন করে, রক্ষা করে অথচ আমরা কি দেখতে পাই
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মুখ থুবড়ে পড়ে থাকে সততা
সেখানে কিসের চর্চা হয়?
বড় হও,জ্ঞানী হও,সুযোগ বুঝে ফায়দা লুটো।
এখন আর বিশ্ববিদ্যালয়ে দেশপ্রেম শেখানো হয় না
বিশ্ববিদ্যালয় থেকে সততার চর্চা উঠে গেছে
সততা ও দেশপ্রেম শেখানোর টেন্ডার নিয়েছে কর্পোরেট দালালরা
আমাদের যাপিত জীবন ছেড়ে
সততা আর দেশপ্রেম সোজা উঠে গেছে মঞ্চে
লাইভ টকশোতে,সিনেমার ডায়লগে,জাতীয় সংসদে।


আমাদের অসৎ হওয়ার শিক্ষা দেয় কে?-রাষ্ট্র
প্রতি পদে পদে অসৎ হওয়ার মঞ্চ সাজায় কে?-রাষ্ট্র
সৎ অফিসার অফিসে কোণঠাসা হয়ে জীবন পার
আশাগুলো অপূর্ণ রেখে, সবাইকে শত্রু বানিয়ে জীবন পার
সৎ মানুষ জৌলুস-হীন;  অভাব অনটনে জীবন পার
সৎ মানুষ মুকুটহীন, শিরোনামহীন জীবন পার
তবে আমরা কেন সৎ থাকব? সততা নিয়ে আমরা কি করব?
এইতো আমাদের সময়, অসৎ হয়ে জীবন গড়ি
সুযোগ যখন আছে দেশপ্রেম বিক্রি করি
তবুও কেউ কেউ পাগল; কেউ কেউ মানুষ--ব্যর্থ মানুষ
যারা সততা নিয়ে থাকে; যাদের আমরা রোজ দেখি স্বপ্নের ভেতর।