তোমাকে খুব ভাললাগে—সে কথা তো তুমি জান!
সবাই যাকে প্রেম বলে-তুমি তাকে কি বল?
কিছুই যদি না-ই বল,
তাহলে ঐ চোখ দিয়ে আমাকে কেন টান?
তুমি কি ভয় পেয়ে চুপ করে থাকো?


তোমার রূপে থাকে রঙের বাহার
ঢেউয়ের মতো মুহূর্তেরা যায় আমার চোখে আঁধার
বহুকাল আগে থেকে আমি তোমাকে বেসেছি ভাল
যেন ঐ দু’চোখে সাজানো থাকে এক অপরূপ মায়া
সুনীল আকাশের তলে
কেবল আমি দেখি জ্বলে একজোড়া সন্ধ্যাতারা
তুমি যদি থাকো আমার সাথে ভেবে আমি দিশেহারা!
তাহলে তখন শুধু দু’জনার স্বপ্ন দেখার পালা।
আর নাই বা বাসলে ভালো!
আমার জীবনের ট্রেন আগামীর দিকে।
তোমার রূপের স্তুতি করি তার-ই-বা সময় কোথায়?